১২ আগস্ট (সোমবার) ঈদুল আজহা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ২৩টি অস্থায়ী পশুর হাট বসেছে। এই ২৩টির বাইরে রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতেও এবার প্রচুর দেশীয় গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা সমাগম এখনো তেমন নেই। এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। অন্যদিকে সকাল থেকে বৃষ্টির কারণে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া খারাপের কারণে ক্রেতা সমাগম কম। এছাড়া আজ (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস। আবহাওয়া ভালো হলে জমে ওঠবে পশু বেচাকেনা।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/519340